নীল বণিক
কলকাতায় আর মন টিঁকছে না কলকাতার পুলিশ কমিশনারের। কলকাতা পুলিশ ছেড়ে তিনি দিল্লিতে চলে যেতে আগ্রহী বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি। আগামী লোকসভা ভোটের আগেই রাজ্য ছাড়তে চাইছেন মমতার ঘনিষ্ঠ এই আইপিএস। এই ব্যাপারে রাজীব কুমার দিল্লির বেশ কয়েকজন প্রভাবশালী আইপিএসদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন। যদিও দিল্লি থেকে সিগন্যাল পেলেই রাজীব কুমার রাজ্যের অনুমতি চাইবেন। তবে লালবাজারে কান পাতলেই শোনা যাচ্ছে রাজীব কুমারের দিল্লি যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাঁর মতো দুঁদে আইপিএসকে যে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রথম পছন্দ হবে সেকথা আর বলার অপেক্ষা রাখে না!