নীল বণিক :
এবার মুখ্যমন্ত্রীর ঘরেই থাবা বসিয়ে দিল বিজেপি!
সূত্রের খবর মুখ্যমন্ত্রীর এক আত্মীয়কে দলে নিতে চাইছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তাঁর সঙ্গে প্রাথমিক ভাবে কথা হয়েছে বিজেপির এক কেন্দ্রীয় নেতার। মুখ্যমন্ত্রীর ওই আত্মীয় বিজেপিতে যোগদান করতে চান বলেই খবর। তবে আপাতত তিনি একটু সময় নেওয়ার পক্ষপাতী। বিজেপির যে কেন্দ্রীয় নেতা তাঁর সঙ্গে এখন যোগাযোগ রাখছেন, সেই নেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়র যোগাযোগ করে দিয়েছিলেন ময়দানের এক পরিচিত ক্লাব কর্তা। তবে এই পর্যায়ে মুকুল রায়ের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন বলেই খবর। মুখ্যমন্ত্রীর এই আত্মীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ময়দানের রাজনীতিতে নেমে ছিলেন কিন্তু তিনি সেভাবে ময়দানের রাজনীতিতে সফল হতে পারেননি। তখন থেকেই ক্ষোভের বারুদ জমেছিল তাঁর মধ্যে। সেই ক্ষোভকে কাজে লাগাতে আসরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর এই আত্মীয় তলে তলে যে বিজেপির দিকে ঝুঁকছেন তার খবর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগেও পৌছেছে। তারাও তাঁর গতিবিধির উপর নজর রাখছে বলে সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/11/police-commissioner-wants-leave-kolkata/