নীল বণিক
চলার পথের যেকোনও কাঁটাকেই ফুলে রূপান্তরিত করতে চাইছেন মুকুল!
বুধবার কুণাল ঘোষ আর বৃহস্পতিবার রুপা গঙ্গোপাধ্যায়।
দলের মধ্যে রুপা নাকি মুকুলের বিরোধিতা করছিলেন! রাজ্য বিজেপির অন্দরে কয়েকদিন ধরে এমন কানাঘুঁষো চলছিল। রুপার ঘনিষ্ঠমহলের বক্তব্য, ‘মুকুলদা রুপাদিকে ফোন করেছিলেন, রুপাদি নিজে থেকে করেননি।’ আর মুকুলের এক ফোনেই নাকি গলে জল যাজ্ঞসেনী রুপা!
আজ, বৃহস্পতিবার দুপুরে রাজ্য বিজেপির সদর দফতরে দুজনের দেখা হয়। বিজেপি অফিসে প্রথম দেখাতেই দুজন দুজনের সঙ্গে প্রথমে সৌজন্য বিনিময় করেন। তারপরেই শুরু হয় রাজনীতির কথাবার্তা। আগামী পঞ্চায়েত ভোটে দুজনে মিলে একসঙ্গে সভা করার কথাও হয় দুজনের। মুকুল রায়কে সামনে পেয়ে রুপা জেনে নেন, আগামী শীতকালীন অধিবেশনে সংসদে কোন কোন ইস্যুতে তৃনমুলকে চেপে ধরা যেতে পারে। বৈঠক শেষে রুপা জানান, মুকুলদার কাছ থেকে অনেক কিছু শিখলাম। সেগুলিকে আগামী দিনে কাজে লাগাবার চেষ্টা করবো। আর মুকুল রায় বলেন, আগামী দিনে রুপার ভবিষ্যত উজ্বল। শুধু রূপাকে মানুষের কাছে যাওয়ার কথা বলেছি মাত্র। দেখুন ভিডিও…
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan