ওয়েব ডেস্ক
সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের ওপর ভিত্তি করে বাংলাদেশে তৈরি হচ্ছে নাটক। যে নাটকে ফেলুদার চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্ট্যোপাধ্যায়। আর এ ব্যাপারেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল বাংলাদেশে। কারণ, ভারতীয় অভিনেতা হয়ে পরমব্রত যে ভাবে বাংলাদেশে চুটিয়ে কাজ করছেন তাতে করে বাংলাদেশ সরকারের থেকে কোনও অনুমতিই নেননি পরমব্রত। এমনই অভিযোগ করেছেন টিভি-সংশ্লিষ্ট ১৩টি সংগঠনের জোট ‘এফটিপি’র সদস্য সচিব এবং ডিরেক্টর গিল্ডের সভাপতি এবং নির্মাতা অভিনেতা গাজী রাকায়েত।
গাজী রাকায়েত বলেন, গত কয়েকবছর ধরে বাইরের শিল্পীরা এ দেশে এসে কাজ করছেন। কিন্তু আমরা অন্যদেশে কাজ করতে গেলে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পাড়ি না।”
এমনকী দেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই বাংলাদেশের বিভিন্ন নাটকে অভিনয় করে যাচ্ছেন। এছাড়াও ভারত থেকে অনেক অভিনেতাই শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে প্রতিদিন কাজ করছেন এখানে। এটাও বেআইনি।
এদিন গাজী রাকায়েত আরও জানান, “শুধুমাত্র পরমব্রত বিরুদ্ধে নয় এই গোটা পদ্ধতির বিরুদ্ধে আমরা অভিযোগ জানাচ্ছি।”
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
সানি লিওনির কন্ডোমের বিজ্ঞাপন ‘অশ্লীল’, দাবি কংগ্রেসের নেতার