“প্রিয়কে …”
সুস্মিতা চক্রবর্তী
আমি চাই না মৃত্যুকালে আমার বয়স বাড়ুক
চামড়া হোক ফ্যাকাশে রাবারের মত ঝুলঝুলে,
আমি চাই না মৃত্যুকালে মুখে কোনও বিকৃতি নামুক
যা দেখে ভালোবাসার মানুষগুলো আহা উঁহু কষবে !
মৃত্যুকালে চাই না কোনও আতরের ঘ্রাণ
কিংবা ধূপধূনোয় ভরা পারিপার্শ্বিক – নাঃ কিছুই না,
গঙ্গাজল – বুকের উপর গীতা-কোরাণ-বাইবেল
কিচ্ছু না,কিচ্ছু না … এসবে দম নেই তিলমাত্রও!
আমি চাই না সুঠাম টগবগে জোতস্নায়,কৃষ্ণকালো অমাবস্যায়
কিংবা কোনও দূর্যোগের রাতে সবটা নিংড়ে জ্বলে উঠুক চিলেকোঠা,
আশীর্বাদী এক সাত্মিক স্বত্ত্বায় লোভ আমার বহুকালের
তুমি তো জানো,সবটাই জানো অস্থিরতার পথ আগলে !
আমি চাই আমার মৃত্যু হোক শরতের স্নিগ্ধ সকালের মতই লাজুক
চোখে যেন বিন্দুমাত্র কাতরতা কিংবা মুখে কোনো অসহায়তার চিহ্ন না থাকে,
হাল্কা স্মিত হাসিতে লেপ্টে থাকুক গোলাপী কোমল কোয়া
যেন কত রাতজাগা পিয়ামিলনে উত্সুক এক আজন্ম কাঙ্গাল !
আমি চাই ঘরময় ছড়ানো থাকুক তুলতুলে তাজা গোলাপের স্পর্শ
নিজেকে যত্ন করে সাজাবার মত মনের জোর তো আমার আছেই ,
যে কোনও কন্ঠেই রবিঠাকুরের গান ভীষণ প্রিয় জানোতো
পারলে কিছুটা হালকা মিউজিক … উফফ্ – এত এত বায়না মনে থাকবে তো ?
হে মৃত্যু —
যদি আরো কিছু দিতে চাও – উদারতা দিও
তোমাকে জানার মত,ভালোবাসার মত ঘনিষ্টতা দিও,
আর হ্যাঁ … যদি পারো তো এমন একটা বর দিও
যেখানে তোমার চৌহদ্দী ডিঙ্গিয়ে বেরোতে না হয় আর কখনও !
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/wp-admin/post.php?post=7651&action=edit