নীল বণিক
মোদির কপালে বামেদের প্রশংসা প্রাপ্তিও ছিল! হজ যাত্রার ভর্তুকি প্রত্যাহার প্রশ্নে বামেদের হাততালি কুড়োলেন নরেন্দ্র মোদি। হজের ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তে নৈতিক সমর্থন জানাল বামেরা। সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বলেন, “অাদালতের রায় অনেক অাগেই মানা উচিত ছিল কেন্দ্রের।” আদালতের রায় মেনে ভর্তুকি প্রত্যাহার করে বিজেপি সঠিক কাজ করেছে, এমনটা বুঝিয়েও বিজেপির সমালোচনা করতেও ছাড়েননি সেলিম। হজের ভর্তুকি বন্ধ করে সংখ্যলঘু ছাত্র-ছাত্রীদের জন্য তহবিল তৈরি করার সরকারি সিদ্ধান্তের মধ্যে বিজেপির মেরুকরণের রাজনীতিই দেখেছেন সেলিম। বলেছেন, “বিজেপি সুপ্রীমকোর্টের রায়কে ঢাল করে মেরুকরণের রাজনীতি করবে।” তিনি অারও জানান সুপ্রীম কোর্টের ২০১২ সালের এই রায় অাগেই স্বাগত জানিয়েছিল বামেরা। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে কড়া ভাষায় অাক্রমণ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বিজেপি দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে। তাই কাউকে কিছু না জানিয়ে এমন সব সিদ্ধান্ত নিচ্ছে।” কেন্দ্রের এই সিদ্ধান্তকে খুব একটা অামল দিতে চান না রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর বক্তব্য, “হজ করতে যাওয়ার সব খরচ নিজেকেই বহন করতে হয়। ভাড়া, খাওয়া, লজ ইত্যাদি। কেন্দ্রের শুধু তদারকি ও চিকিৎসা বাবদ কিছু খরচ হয়। এই টাকা কেন্দ্র খরচ না করলেও হজ করতে মানুষ যাবে। বরং কেন্দ্রের সিদ্ধান্তের ফলে রাজ্যের মুসলিমরা আরও বেশি করে হজ করতে যাবে।” তবে হজের ভর্তুকির বদলে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের শিক্ষা তহবিল গঠন সম্পর্কে কোনও মন্তব্য করেননি গ্রন্থাগারমন্ত্রী।
অন্যদিকে কেন্দ্রের তথ্য অনুযায়ী, এতদিন হজের জন্য মোট ৭০০ কোটি টাকা খরচ করত কেন্দ্রীয় সরকার। তাই এবার সারা দেশের প্রায় ১ লক্ষ ৭০ হাজার হজ যাত্রী কেন্দ্রের দেওয়া ভর্তুকির টাকা পাবেন না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/hajj-and-subsidies-instead-funding-the-minority-students-education/