ওয়েব ডেস্ক:
শেষপর্যন্ত প্লাজাকেই চুক্তিপত্র পাঠালো ইস্টবেঙ্গল। চার্লসকে নিচ্ছে না লালহলুদ। তাই ছেড়ে দেওয়া প্লাজাকে আবার লালহলুদ জার্সি পরে খেলতে দেখা যাবে। ওদিকে বিকাশ জাইরুকে অফার দিয়েছে সবুজমেরুন। ইস্টবেঙ্গলের এই ফুটবলারকে বলা হচ্ছে ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাবান। জাইরুকে ইস্টবেঙ্গল কর্তারা ছাড়বেন বলে মনে হয় না। তবুও বাগান কর্তারা বাজিয়ে দেখছেন বিকাশ জাইরু বাজেন কিনা! তবে বিকাশ লালহলুদে থাকবেন না সবুজমেরুনে যাবেন এ নিয়ে মুখ খোলেননি।