Breaking News
Home / TRENDING / ফোন স্মার্ট তো কী! ক্যামেরা এখন আর আনস্মার্ট নয়

ফোন স্মার্ট তো কী! ক্যামেরা এখন আর আনস্মার্ট নয়

ওয়েব ডেস্ক :

নিজস্বী বা সেলফি যাই বলুন না কেন, আজকের যুগে এখনও একটি সেলফিও তোলেননি এমন মানুষ মেলা ভার। এ হেন সময়ে প্রতিটা স্মার্ট ফোনেই সব অত্যাধুনিক ক্যামেরা। তাই কোথাও গিয়ে ডিএসএলারের চাহিদা কমছে। প্রফেশনালরা ছাড়া ডিএসএলার তেমন কেউ ব্যবহারের কথা ভেবছেনও না। ভাল ছবি তোলার স্বাদ মিটিয়ে দিচ্ছে স্মার্ট ফোন।
কিন্তু এবার বাজারে আসছে অত্যাধুনিক ডিএসএলার ক্যামেরা সঙ্গে সেলফি মোড। ক্যাননের এই নতুন ক্যামেরার মডেল নম্বর ইওএস ২০০ডি। বাজারে পাওয়া যাবে জুলাই মাসের শেষের দিকে। ক্যামেরার বডির দাম ৫৪৯ ডলার। এছাড়াও লেন্সের ওপর ক্যামেরার দাম নির্ভর করবে।
ক্যাননের এই নতুন ক্যামেরার প্রসেসারে থাকছে অটো ফোকাস, যা এখনও অবধি বিশ্বের সবচেয়ে উন্নততম প্রসেসার। এছাড়াও এখানে মিলবে ভ্যারি অয়াঙ্গেল শট, যা আনইউজুয়াল শট নিয়ে সাহায্য করবে। ২৪.২ মেগাপিক্সেল সেন্সর এবং এর ব্রাস্ট মোড সেকেন্ডে ৫টি ফ্রেম নিটে সাহায্য করবে। এই ক্যামেরার পাওয়া যাবে এইচ ডি-র সুবিধাও। এছাড়াও এই ক্যামেরার মিলবে ব্লুটুথ, ওয়াই ফাই, এবং এনএফসির সুবিধাও যার ফলে চটজলদি ক্যমেরা থেকে ছবি ফোনে নেওয়া যাবে।
তাই এবার সানন্দে বলতেই পারেন, চল বেটা সেলফি লে লে রে!

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *