চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
বীরুষ্কা, দীপবীর এর পর দেশ পেল নতুন জুটি, রাঘনীতি! হ্যাঁ, রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার আংটি বদলের খবর প্রকাশ্যে আসতেই বিরুষ্কা, রণলীয়ার পর দেশ পেল নতুন তারকা জুটি ‘রাঘনীতি’। যা কিনা শুনতে কিছুটা রাজনীতির মতো লাগে। সিনেমার তারকার সঙ্গে রাজনীতির মঞ্চে চার হাত এক হলো। শনিবার নয়াদিল্লিতে রাঘনীতিতের বাগদান অনুষ্ঠান সম্পূর্ণ হল।
খবর অনুযায়ী, মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাকে সেজে উঠেছেন পরিণীতি। অন্যদিকে, রাঘব পরবেন ধূসর রঙের পাঞ্জাবী। যা ডিজাইন করেছেন রাঘবের মামা পবন চাড্ডা। শিখ রীতি নীতি মেনেই হয়েছে আংটি বদলের অনুষ্ঠান।
মধ্যাহ্নভোজের পাশাপাশি রাখা হচ্ছে নৈশভোজের ব্যবস্থা। ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অতিথিদের জন্য আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবারের ব্যবস্থা-ই আছে অনুষ্ঠানে। আমিষের মধ্যে বিভিন্ন ধরনের কাবাবের প্ল্যাটার থাকছে। নিরামিষ ভোজীদের জন্য স্টার্টারের ব্যবস্থা বেশ ভালো।
বোনের বাগদান অনুষ্ঠানে আমেরিকা থেকে উড়ে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। যাকে একটি কচি কলাপাতা কালারের ডিজাইনার শাড়িতে দেখা গিয়েছে। দিল্লিতে এসেছেন আমাজনের এক্সিকিউটিভ ম্যানেজার থমাস ডার্চকোভিজ। থমাস পরিণীতির খুবই ঘনিষ্ঠ বন্ধু। বিকেল পাঁচটা নাগাদ বাগদানের অনুষ্ঠান শুরু হয়েছে।