চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ আগত এশিয়া কাপ কে ঘিরে শুরু হয়েছে জতিলতা, আর এই জটিলতা দিন দিন বেড়েই চলেছে । সর্বপ্রথম বিসিসিআই পাকিস্তানে গিয়ে খেলার বিরোধিতা করেছিল।পরবর্তীতে পাকিস্থানে গিয়ে খেলার বিরোধিতা করেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশও। এমনই পরিস্থিতি তে পাকিস্থানে এশিয়া কাপের আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরপরই গুঞ্জন শোনা যাচ্ছে শ্রীলঙ্কায় বসতে পারে এই টুর্নামেন্টের আসর। আর যদি তেমনটা হয় তাহলে হয়তো এশিয়া কাপ বয়কটের পথে হাঁটবে পাক ক্রিকেট বোর্ড। মঙ্গলবার দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদের সঙ্গে বৈঠক করেন পাক বোর্ড চেয়ারম্যান নজম শেঠী। সেখানেই তিনি শ্রীলঙ্কায় টুর্নামেন্ট সরানোর ভাবনার বিরোধিতা করেন। বরং যে হাইব্রিড মডেল এসিসির সামনে তুলে ধরা হয়েছিল, তার উপরই ফের জোর দেন। পাক বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভেন্যুর আয়োজন করা হবে। যা হতে পারে আমিরশাহীতে।
কিন্তু বিসিসিআই এর তরফে জানানো হয়েছে , সেপ্টেম্বরে আমিরশাহীতে যে পরিমান গরম থাকে, তাতে খেলা সম্ভব নয় । তবে এর পাল্টা পিসিবি চেয়ারম্যান দাবি করেন, ২০২০ সালে সেপ্টেম্বরে আইপিএল আয়োজিত হয়েছিল আমিরশাহীতেই। তাই সেক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়।
প্রসঙ্গত, পাকিস্তানে এশিয়া কাপের আয়জনে আগে থেকেই আপত্তি জানিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড । আর এর পরই বিসিসিআইয়ের সমর্থন পেয়ে ইতিমধ্যেই এসিসিকে টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা । আর তাতেই বেজায় ক্ষুব্ধ পাকিস্তান । এবার পাক বোর্ডের তরেফে জানিয়ে দেওয়া হল এমন হলে এশিয়া কাপে অংশগ্রহন নাও করতে পারে পাকিস্থান। আর এর ফলেই কাতছে না জটিলতা
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news