Breaking News
Home / TRENDING / ভোট দিলেই মিলবে বিনামূল্যে খাবার, সিনেমার টিকিটও ? নির্দেশ হাইকোর্টের

ভোট দিলেই মিলবে বিনামূল্যে খাবার, সিনেমার টিকিটও ? নির্দেশ হাইকোর্টের

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আজ কর্ণাটকে বিধানসভা নির্বাচন। কর্ণাটকে (Karnataka) শুরু হয়ে গিয়েছে ভোটদান। সাত-সকাল থেকেই উৎসবের মেজাজে চলছে ভোট প্রক্রিয়া। ৭টা থেকে বুথে বুথে লম্বা লাইন, তা সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটদান।

এদিকে মঙ্গলবারই কর্ণাটক হাইকোর্ট অনুমতি দিয়েছে, ভোটদানের পর ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনের প্রস্তাব। ভোটদানে উৎসাহ দিতেই এই নির্দেশ আদালতের, বলেই সূত্রের খবর। রাজ্যের বিভিন্ন হোটেল এই ধরনের ব্যাবস্থা হয়েছে।

এর আগে ভোটের দিন (Karnataka Elections 2023) হোটেলগুলির দেওয়া এমন অফারে ব্রুহাৎ বেঙ্গালুরু মহানগরা পালিকে তথা বিবিএমপি বিনামূল্যে খাবার পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেছিল।রাজ্যের নির্বাচন কমিশনও হোটেলগুলিকে সতর্ক করেছিল এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার। এরপরই হোটেল মালিকের সংগঠন ও বেঙ্গালুরুর নিস্বর্গ গ্র্যান্ড হোটেলের মালিকরা আদালতের দ্বারস্থ হন।

হাই কোর্ট বিবিএমপি ও রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে বাতিল করে অনুমতি দিয়েছে বিনামূল্যে খাদ্য সরবরাহের। তবে আদালত জানিয়ে দিয়েছে, ভোটদানের আগে কাউকেই এই খাবার দেওয়া যাবে না। কেবলমাত্র আঙুলে কালির দাগ দেখে তবেই খাবার দেওয়া যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, খাবারের পাশাপাশি শীতল পানীয়ও পরিবেশন করা হবে ভোটারদের। খাবারের মধ্যে থাকছে বাটার ধোসা, মাইসুরু পাক (মিষ্টান্ন)। প্রথমবার ভোট দিলেন যাঁরা, সেই ভোটারদের মধ্যে প্রথম ১০০ জনকে দেওয়া হবে বিনামূল্যে সিনেমার টিকিটও। রাজ্যের বহু হোটেলই ভোটারদের জন্য এই অফার দিয়েছে।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *