নিজস্ব সংবাদদাতা
লস্কর-এ-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের দুই সেবামূলক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করে বন্ধ করার নির্দেশ দিল পাকিস্তান সরকার। আমেরিকা ও ভারতের মন যোগাতেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পাক সরকার বলে মন্তব্য করলেন হাফিজ সইদ। পাকিস্তান সরকার যে তাঁর সেবামূলক সংগঠনগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র বিরোধীতা করেছেন হাফিজ সইদ। ২০০৮ মুম্বইয়ে ২৬/১১ হামলার মূল অভিযুক্ত হাফিজের দাবি কোনও কারন ছাড়াই তাঁকে ১০ মাস নজরবন্দী করে রেখেছিল পাক সরকার। এবার আমেরিকা ও ভারতের মন রাখতেই সরকার হাফিজের দুই স্বেচ্ছাসেবী সংগঠন জামাত-উদ-দাওয়া এবং ফলহ-এ-ইন্সানিয়তকে নিষিদ্ধ ঘোষণা করেছে বলে দাবি তাঁর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news