নিজস্ব সংবাদদাতা :
মানিক সরকার জেল খাটবেন।
ত্রিপুরার নলছড়ে বললেন মুকুল রায়। এবারের ত্রিপুরার নির্বাচনে পরিবর্তননের হাওয়া তুলতে সমর্থ হয়েছে বিজেপি। সেই হাওয়ায় ভর করে বিজেপির জয় আসবে না মানিকের মাথাতেই উঠবে জয়ের মুকুট? ত্রিপুরা জুড়ে এখন এই চর্চাই চলছে।
প্রতিবারের মত এবারের নির্বাচনেও মুখ্যমন্ত্রী মানিক সরকারের সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার পরিমাণ খবরের শিরোনাম হয়েছে। তাঁর ‘দারিদ্র্য’ দেশ জুড়ে খবর হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে ‘দরিদ্র’ মুখ্যমন্ত্রী মানেই কী সৎ মুখ্যমন্ত্রী!
নলছড়ে একটি জনসভায় মুকুল বলেছেন, মানিক সরকার দুর্নীতির কাণ্ডারী। তাঁর আনলেই রাজ্যে দশটি বড় দুর্নীতি নজির রয়েছে। এমনকি রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে মানিকের ছবি দেখিয়ে প্রশ্ন তোলা হয় মানিক যদি এতই সৎ তাহলে রোজভ্যালি কর্ণধারের সঙ্গে তাঁর কীসের এত ঘনিষ্ঠতা! রোজভ্যালির প্রমোদ উদ্যান উদ্বোধন করতে গিয়ে মানিক সরকার এই সংস্থার ভূয়সী প্রশংসাও করে এসেছিলেন। প্রশ্ন উঠছে, কেন? মানিকের ‘সততাকে’ তাঁর মুখোশ হিসেবেই দেখাতে চাইছেন মুকুলরা। মুকুল সাংবাদিক খুনের দুটি ঘটনাও টেনে আনেন তাঁর বক্তৃতায়। বলেন, নতুন সরকার (বিজেপি) এলে মানিকের বিরুদ্ধে তদন্ত হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan