মধুমন্তী :
শাহরুখ-অনুষ্কার ছবি ‘জব হ্যারি মেট সেজাল’-এর দ্বিতীয় ট্রেলার পড়েছে সেন্সরের কোপে। আপত্তি ওই ‘ইন্টারকোর্স’ শব্দে!
সিবিএফসি-র চেয়ারম্যান পেহলাজ নিহালনি ইন্টারকোর্স শব্দটি শুনেই কানে হাত দিয়েছেন। আরে রামো রামো এসব যায় নাকি! ২৩ জুন পেহলাজ বললেন, এক সপ্তাহের মধ্যে যদি ইন্টারকোর্সের পক্ষে একলক্ষ সমর্থন আদায় করতে পারেন তাহলে ইন্টারকোর্স থাকবে নচেৎ নয়। তবে সমর্থকদের বেশিরভাগ হতে হবে বিবাহিত দম্পতি।
পেহলাজ হয়তো জানতেন না ইন্টারকোর্স নিয়ে এখন আর সেই ট্যাবু নেই। সপ্তাহ না-ঘুরতেই সমুদ্রের ঢেউয়ের মতো সমর্থন আসতে লাগল। একলক্ষ ছাড়িয়ে গেল! তার বেশিটাই বিবাহিত দম্পতি।
বেগতিক বুঝে পেহলাজ এখন নিয়মের কথা তুলছেন। বলছেন, নিয়ম ভাঙা যাবে না। কোনও নিষিদ্ধ ছবি বা শব্দতে নিষেধের বেড়া আছে। নিয়ম সকলের জন্যই সমান, সে সাধারণ মানুষই হোক কিংবা শাহরুখ।
লাইক, শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যনেল সাবস্ক্রাইব করুন।