ওয়েব ডেস্ক:
বিহারের রাজনীতিরর অঙ্ক কখন যে কী ফর্মুলায় চলে সে লালু নিজেও জানেন না, নীতীশও নয়! রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় জনতা দলের প্রার্থী রামনাথ কোবিন্দকে সর্মথন করে নীতীশ বিরোধীর মোর্চার বিশ্বাস হারিয়েছেন। লালু আবার জ্যোতি বসুর মতো বললেন, ‘ঐতিহাসিক ভুল’। লালুপ্রসাদ আগামী ২৭ অগস্ট লালুর রাষ্ট্রীয় জনতা দলের কর্মসূচি রয়েছে—– বিজেপি হঠাও দেশ বাঁচাও। লালুর দলের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি নাকি বলেছেন, আমাকে ডাকলেই যাব।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী মোর্চাকে অন্ধকারে রেখে ১৮০ ডিগ্রি ঘুরে গেরুয়া প্রার্থীকে সমর্থন করা, আবার ৩৬০ ডিগ্রি ঘুরে লালুর ‘বিজেপি হঠাও দেশ বাঁচাও’ কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ, সমীকরণটা কী! তারই খোঁজে রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে শোনা যাচ্ছে, হিসেব বিহার বিধানসভায় বেশিরভাগ বিধায়কের হাতেই লালুর লণ্ঠন। লালু নিবিয়ে দিলেই মহামুশকিল হবে! তাই নীতীশ সেফ খেলছেন।