নিজস্ব প্রতিনিধি
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পর এবার ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স। ৩৯০ কোটি টাকার জালিয়াতির হদিশ করল সিবিআই। দিল্লির গয়না ব্যবসায়ী সভ্য শেঠ ও রিতা শেঠের বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে এই জালিয়াতির অভিযোগ উঠেছে। এফ এল সির মাধ্যমে ২০০৭ থেকে ব্যাঙ্কের সাথে প্রতারনা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সিবিআই তদন্ত শুরু করতেই জানা গেছে গত ১০মাস ধরে বেপাত্তা সভ্য শেঠ। দিল্লির দ্বারকা দাস শেঠ ইন্টারন্যাশনাল নামে ওই সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই। জানা গেছে বিদেশ থেকে গয়না কেনার নাম করে দফায় দফায় ৩৯০ কোটি টাকা ধার নেন সভ্য শেঠ ও রীতা শেঠ। তারপর থেকেই নানা অজুহাতে টাকা ফেরত দিতে অস্বীকার করেন তারা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বারবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও হদিশ পায়নি তাদের। তারপরেই ব্যাঙ্ক সিবিআইয়ের দ্বারস্থ হয়। দুবাইয়ে শেঠদের একটি সংস্থার খোঁজ পাওয়া গেছে। আপাতত তদন্ত সেই সূত্র ধরেই এগোবে বলে জানা গেছে। চলতি মাসেই পিএনবিতে নীরব মোদীর জালিয়াতির ঘটনায় তোলপার দেশ। তারপরেই আবার এই ঘটনা। ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পরিচালনা যেমন প্রশ্নের মুখে। তেমনি আমজনতার দিশেহারা হবার পথে। কোথায় রাখবে সে তার কষ্টার্জিত শ্রমের মূলধন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan