নীল বণিক
পঞ্চায়েত নির্বাচনে কারও নাম না করে বাম ও কংগ্রেসেরর সাহায্য চাইলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
অবশ্য কোনও রাজনৈতিক দলের কাছে সাহায্য চাওয়া নয়, দিলীপের এই বার্তা রাজ্যের বিরোধীদলগুলির স্থানীয় স্তরের নেতাদের জন্য। সম্ভবত রাজ্য নেতাদের জন্যেও।
দলের পঞ্চায়েত সন্মেলনে তিনি বলেন, তৃণমূলকে আটকাতে হলে আগে আপনাদের ছুঁতমার্গ ছাড়তে হবে। “আপনারা একা লড়াই করে টিএমসিকে আটকাতে পারবেন না। অামি বিধানসভায় অনেক বিধায়কে বলেছি, সামনে থেকে নাহলে পিছন থেকে পদ্মকে সাহায্য করুন। আমরা আপনাদের সাহায্য নিতে রাজি আছি। আর যদি আপনারা আমাদের সাহায্য না করেন, তাহলে আদতে লাভ হবে শাসকের। সেক্ষেত্রে মানুষ আপনাদের বিরুদ্ধে যাবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan