নিজস্ব সংবাদদাতা
একটি মুখবন্ধ খাম।
আপাতত সেই খামের ভিতরেই রয়েছে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ।
কী রকম!
আগে বিশেষ এই খামটির পরিচয় জেনে নেওয়া ভাল। যতদুর জানা যাচ্ছে, আপাত নিরীহ এই খামটি রাজধানীর বার্তা নিয়ে এসেছে রাজ্যের বিদ্রোহীর জন্য।
খামটির প্রেরক, অমিত শাহ।
খামটির বাহক, কৈলাস বিজয়বর্গীয়।
খামটির প্রাপক, মুকুল রায়।
এখনও পর্যন্ত যেটুকু শোনা যাচ্ছে, ১) মুকুল রায়কে ঝাড়খণ্ড থেকে রাজ্যসভায় নিয়ে যেতে চায় বিজেপি। ২) তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী করতে চায় বিজেপি।
বিজেপিতে মুকুলের এ হেন অবস্থান রাজ্য রাজনীতির ছবিতে দ্রুত বদল আনবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan