চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
বরানগরে ডানলপের কাছে মহামিলন মঠে মহাভারতে উল্লেখ্য সর্বোত্তম গীতা মহাযজ্ঞ করার জন্য সারা ভারতের প্রায় সব রাজ্যের থেকে ১০০ সন্ত সংগঠনের সন্ন্যাসীরা আসছেন বলে আশ্রম সূত্রে জানা গিয়েছে।
আশ্রমের লক্ষ লক্ষ ভক্তমন্ডলীর আধ্যাত্মিক ও সাংসারিক উন্নয়নে মহাভারতের মহিমান্বিত মন্ত্র উচ্চারণ এবং উচ্চস্বরে ওংকার ধ্বনির আহ্বানের মধ্যে আধ্যাত্মিক উন্নয়নের জন্য মহামিলান মঠে গীতা-যজ্ঞ আগামী 25 মার্চ শনিবার তারিখে আয়োজিত হবে। এই পবিত্র অনুষ্ঠানে হাজার হাজার ভক্তদের সঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পারমার্থিক বাণী পাঠ করা হবে। সমাজের সকল স্তরের মানুষ এই যজ্ঞস্থানে আসবেন বলে জানা গেছে।
বিভিন্ন রাজ্যের বহু শ্বাস্ত্র অনুসারী পন্ডিত অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। এই পবিত্র উপলক্ষ্যে চতুর্দিকে আগুন যজ্ঞ করা হবে বিভিন্ন দুস্পাপ্য শিকড় এবং গাছের ডালের সাহায্যে। এবং ভক্তরা সকল দুর্জয় শক্তিকে পরাজিত করে ধর্মরাজ্য ও বিশ্বশান্তির স্থাপন করতে যাতে অংশ গ্রহণ করে সেই লক্ষে এগোবেন সন্তরা। শ্রীকৃষ্ণ সর্বপ্রথম ভক্ত অর্জুনকে গীতাযজ্ঞের মাধ্যমে সর্বোচ্চ আদর্শ, সফলতা এবং সুপ্রাপ্যতা অর্জনের উপায় বুঝিয়েছিলেন।
সেই আদর্শকে সামনে রেখে এই গীতা যজ্ঞ বলে আশ্রম কতৃপক্ষ জানিয়েছেন।
এরোকোম প্রথম ধার্মিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মহাভারতে উল্লেখ্য সমস্ত যজ্ঞের সামগ্রির মহাসংগ্রহ হবে বলে জানিয়েছেন আশ্রমিকরা। ওমকরনাথ মিশন এবং অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের ধর্মগুরু কিংন্কর রামানুজ ভিট্টল মহারাজের ৭৭তম আভির্ভাব উদযাপন করাও হবে বলে জানিয়েছেন আশ্রমিকরা।
সেই উদ্দেশ্যে উপস্থিত থাকবেন বিদেশি ভক্তরা।
এই প্রথমবার পশ্চিমবঙ্গে এরোকোম একটি মহাভারতের মহাযজ্ঞর মতো অনুষ্ঠান অনুভব করতে পারবে অগনিত ভক্তরা। যেখানে পশ্চিমবঙ্গের ১০০ টি সনাতন হিন্দু সংগঠনের ধর্মগুরুদের আসার কথা।