ওয়েব ডেস্ক :
নিজের টুইটার পোস্ট নিয়ে ট্রোলড হলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
সম্প্রতি নিউ জার্সিতে অনুষ্ঠিত হয়েছিল আইআইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে সেরা অভিনেতার নমিনেশনে ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’-এর জন্য নাম ছিল সুশান্ত সিং রাজপুতের। তবে সেরা অভিনেতার পুরস্কারটি নিজের ঝুলিতে পুরে ফেলেন অভিনেতা শহিদ কাপুর। আর তারপরই রহস্যজনকভাবে নিজের আইআইফার অ্যাকাউন্টকে ট্যাগ করে টুইটারে “হাহাহাহা” পোস্ট করেন সুশান্ত। তারপরই টুইটারে ট্রোলড হতে থাকেন নায়ক।
যদিও নিন্দুকেরা কিন্তু বলছেন, নিজের ট্রফি না জেতার দুঃখ এইভাবে হেসেই ভুলতে চাইছেন সুশান্ত।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-