ওয়েব ডেস্ক:
ইংল্যান্ড থেকে কলকাতা ফিরলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় অধুনা কর্মকর্তা আলভিটো ডি’কুনহা। লিডসে তিনি বেশকিছু ফুটবলারের খেলা দেখলেন, বাছলেনও কাউকে কাউকে। তার থেকে শর্ট লিস্ট তৈরি হল। সেখানে ঠাঁই হল দু’জনের। তাঁদের নাম বলা বারণ। তবে এটুকু জানা গেছে ময়দান সূত্রে একজন স্ট্রাইকার, অন্যজন মিডফিল্ডার। তবে প্রয়োজনে ডিফেন্সেও খেলতে পারেন। দু’জনেই আফ্রিকান ব্রিটিশ।
জানা গেছে, আলভিটো তাঁদের সঙ্গে কোনও চুক্তি করেননি। ক্লাবের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং দুই ফুটবলারকেই বাজিয়ে দেখে নেওয়া হবে। কেননা, এর আগে বহু বিদেশি নিয়ে এসে ঠকেছে লালহলুদ। আর পচা শামুকে পা কাটতে নারাজ ক্লাব কর্তারা। তাই দুই ফুটবলারকে অনুশীলন করিয়ে দেখে নিতে হবে এমনটাই মনে করছেন লালহলুদ কর্তারা।
ইস্টবেঙ্গলের নতুন কোচ খালিদ জামিল আবাসিক শিবির করবেন না খবর পাওয়া গেছে। তবে নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাবেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-