ওয়েব ডেস্ক:
নাগরিকপঞ্জী ভবিষ্যত নথির ভিত্তি, দেশে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করা প্রয়োজন রয়েছে, জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। রবিবার দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে এসে এনআরসি ইস্যুতে সংবাদমাধ্যমেরও সমালোচনা করেন তিনি।
রবিবার ‘পোস্ট কলোনিয়াল অসম’ নামে একটি বইপ্রকাশ করে গগৈ বলেন, নাগরিকপঞ্জী বর্তমানের নথি নয়। ১৯ লাখ নাকি ৪০ লাখ মানুষ বাদ পড়েছেন সেটা বড় প্রশ্ন নয়, নাগরিকপঞ্জী ভবিষ্যত নথির ভিত্তি। তিনি আরও বলেন, দেশে কত মানুষ অবৈধভাবে বসবাস করছেন তা জানার প্রয়োজন ছিল। সেটাই করেছে নাগরিকপঞ্জী। এর থেকে বেশি কিছু নয়। এরপরেই নাগরিকপঞ্জী নিয়ে সংবাদমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশনের সমালোচনা করেন প্রধান বিচারপতি। নাগরিকপঞ্জী নিয়ে ওইসব খবরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেই মত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।
উল্লেখ্য, অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে ৩১ অগাস্ট। এই তালিকায় রয়েছেন ৩,১১,২১,০০৪ জন। বাদ পড়েছেন ১৯,০৬,৬৫৭ জন। এরা ফরেনার্স ট্রাইবুন্যালে আবেদন করতে পারবেন। যেতে পারবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news