Home / TRENDING / উত্তরবঙ্গে ধস নামাতে পারে বিজেপি, আশঙ্কায় তৃণমূল

উত্তরবঙ্গে ধস নামাতে পারে বিজেপি, আশঙ্কায় তৃণমূল

নিজস্ব সংবাদদাতা। ভাঙন রুখতে মাঠে নেমে পড়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তারপরও কি সেই ভাঙন রোধ করা যাবে? সেই প্রশ্নটাই এখন রাজনীতির ওলিতে গলিতে ঘুরপাক খাচ্ছে। কারণ, এতদিন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্যদের যোগদান পর্ব তো চলছিলই। এ বার ত্রিস্তর পঞ্চায়েতের সর্বোচ্চ স্তর-জেলা পরিষদে হাত বাড়াচ্ছে গেরুয়া শিবির। সূত্রের খবর ,  উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সিংহভাগ সদস্য অচিরেই যোগ দিতে পারেন বিজেপি-তে। ফলে এই দুটি জেলা পরিষদ শাসক দলের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কবে হবে, তার নির্ঘন্ট এখনও চূড়ান্ত হয়নি।‌কারণ আসন্ন লোকসভা ভোটে উত্তরবঙ্গ মুখ ফিরিয়ে নিয়েছে শাসকদলের থেকে। লোকসভার একটাও আসন জিততে পারেনি তৃণমূল। আর এখান থেকেই বিজেপি’র কৌশল স্পষ্ট বিধানসভা ভোটের আগেই উত্তরবঙ্গের অধিকাংশ পুরসভা-পঞ্চায়েতে ক্ষমতা দখল করে নিরঙ্কুশ হয়ে উঠতে চাইছে গেরুয়া শিবির। পর্যবেক্ষকদের মতে, জেলা পরিষদের দখল নিয়ে নেওয়া মানে, সংশ্লিষ্ট গ্রামাঞ্চলে সমস্ত প্ৰকল্প এ বার রূপায়িত হবে বিজেপি-র হাত ধরে। উল্লেখ্য, ২০১৬ সালে বাংলায় বিধানসভা ভোটের পর ঠিক যে ভাবে কংগ্রেসের দখলে থাকা মালদহ ও মুর্শিদাবাদ পুরসভার দখল নিয়েছিল তৃণমূল। এবার সেই পথেই রাতারাতি ডিগবাজি খেতে পারে উত্তরবঙ্গের এই দুই জেলা পরিষদ। এর পাশাপাশি এবার ভাঙনের মুখে পড়তে পারে বারাসাত, পুরুলিয়া ও  কল্যাণী পুরসভাও।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *