নিজস্ব সংবাদদাতা :
বিদায় নিয়েছে ২০১৭। নতুন বছরকে স্বাগত জানাতে রাত থেকেই মেতে উঠেছে গোটা বিশ্ব। পিছিয়ে নেই বলিউডও। বি-টাউনের তারকারা সোশাল মিডিয়ার মাধ্যমে নিউ ইয়ার উইশ করলেন বছর শুরুর আগেই। রইল তেমনই কয়েকজন বলি তারকার শুভেচ্ছাবার্তা।টুইটারে ফ্যানদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লেখেন, “আমার প্রিয় মানুষদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর আনন্দ এল রাইয়ের পরের ছবির নাম ঘোষণার জন্য আমি অপেক্ষা করে আছি।”নতুন বছরের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সোশাল মিডিয়াকেই বেছে নিলেন শিল্পা। তিনি লেখেন, “বিদায় ২০১৭। ইতিবাচক ভাবনা ও হাসি-মজার উপর ভর করে ২০১৮ সালে প্রবেশ করুন এবং ভালোবাসা ও কৃতজ্ঞতা বোধ আপনার পাথেয় হোক।” টুইটারের মাধ্যমে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন বিবেক ওবেরয়। শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, “আপনাকে ও আপনার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা। দু’হাজার আঠারো আনন্দময় হোক। আপনার মনের বয়স হোক কুড়ি আর দেখতে লাগুর আঠারোর মতো। হ্যাপি নিউ ইয়ার।”কেপ টাউন থেকে পার্টির ছবি পোস্ট করে সানি লেখেন, “সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি, কেপ টাউনে কাটানো আজ রাতের মতো নতুন বছরও হয়ে উঠুক চমকপ্রদ।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news