নিজস্ব সংবাদদাতা
“আরও মুসলিম মহিলার রাজনীতিতে যোগ দেওয়া উচিত।” তিন তালাক কেসের অন্যতম মামলাকারী ইশরাত জাহানের বিজেপি-তে যোগ দেওয়ার প্রসঙ্গে আজ একথা বলেন বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী। স্বামী বলেন, “ইশরাত ভয়ডরহীন মেয়ে। সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরেছে। ইশরাত ভারতীয় মহিলাদের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ওর সাহসের প্রশংসা করতে হয়। আমরা ওকে বিজেপি-তে স্বাগত জানাই। যারা ভারতের ইতিহাস ও ঐতিহ্যকে নিজেদের সঙ্গে একাত্মবোধ করে সেসব মুসলিম মহিলাকে রাজনীতিতে চাই। বিজেপি তাদের স্বাগত জানাবে।” তিনি আরও বলেন, “বিজেপি সব মুসলিমের বিরোধী নয়। যারা নিজেদের মহম্মদ ঘরি ও মেহমুদ গজ়নির বংশধর বলে পরিচয় দিতে চায় একমাত্র তাদের বিরোধিতা করে। বিজেপি কখনই সব মুসলিমের বিরোধিতা করে না। কিন্তু, তুমি যদি ঔরঙ্গজেবকে নিয়ে গর্বিত হও, নিজেকে ঘরির বংশধর বল, তাহলে তোমরা আমাদের নয়। পাকিস্তানে যাও।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan