নীল বণিক
বিজেপির রাজ্য পার্টি অফিসের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবারে বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের দেওয়া নিরাপত্তার উপর ভরসা নেই। তাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজের হাতেই তুলে নিল রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনিতে রাজ্য পার্টি অফিসে নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ নিয়োগ করা হয়। একজন এসআই ও দুজন কনস্টেবল ছাড়াও স্পেশাল দুজন পুলিশ কর্মী থাকেন। তারপরেও বিজেপি অফিসের কোন নিরাপত্তা নেই বলেই মনে করেন রাজ্য বিজেপির নেতারা। এখন থেকে দলীয় কার্যালয়ে ঢুকতে হলে বেসরকারি নিরাপত্তারক্ষীরা ম্যেটালডিরেক্ট্রার দিয়ে সার্চ করবেন। তারপর নাম , ঠিকানা ছাড়াও ফোন নম্বর লিখে তারপর প্রবেশ করতে হবে দলীয় কার্যালয়ে। এ ব্যাপারে দলের রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজ্য পুলিশের উপর তাঁদের আস্থা নেই। রাজ্য পুলিশ থাকা সত্ত্বেও দুবার তৃনমূল ও একবার কংগ্রেস কর্মীরা হামলা চালায় দলীয় কার্যালয়ে। পুলিশ প্রতিবারই কার্যত নিরব দর্শকের ভূমিকা পালন করে। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan