Breaking News
Home / TRENDING / বাগানের কামোকে প্রস্তাব নতুন দলের, দেখে নিন কোন্ দল, চমকে উঠবেন (Exclusive)

বাগানের কামোকে প্রস্তাব নতুন দলের, দেখে নিন কোন্ দল, চমকে উঠবেন (Exclusive)

নিজস্ব সংবাদদাতা :

আই লিগের জন্য মোহনবাগান দল গুছিয়ে নিয়েছে, আর ইস্টবেঙ্গল কর্তারা হাত গুটিয়ে বসে আছেন, যে সমস্ত লাল–হলুদ সমর্থকরা এমনটা ভাবছেন তারা ভুল ভাবছেন। আই লিগের জন্য ইস্টবেঙ্গল ইতিমধ্যেই একপ্রস্থ কথা বলে রেখেছেন যে বিদেশির সঙ্গে, তাঁর নাম শুনলে ইস্টবেঙ্গল সমর্থকরা একটু হলেও চমকে উঠবেন। তিনি হলেন মোহনবাগানের বিদেশি কামো। ইস্টবেঙ্গল কর্তারা ইতিমধ্যেই খবর পেয়েছেন, আই লিগের আগে কামো–কে ছেড়ে দেবে বাগান। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে কামোকে লাল–হলুদ জালে জড়িয়ে ফেলতে চান কর্তারা। ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিলও চাইছেন কামোকে। কারণ, কামোর সঙ্গে গত বছর আইজলে একসঙ্গে কাজ করেছেন। তবে, পুরোটাই নির্ভর করছে বাগানের ওপর। সবুজ–মেরুন কর্তারা যদি আই লিগের জন্য কামোকে না রাখেন, তখনই নেবে ইস্টবেঙ্গল। এবার দল গঠনটা দু’দলের রিক্রুটাররা একে–অপরের সঙ্গে কথা বলেই করছেন। কোনও ফুটবলারকে নিয়ে সমস্যা দেখা দিলে দু’দলের রিক্রুটাররা ঝগড়া–বিবাদের রাস্তায় না হেঁটে আলোচনার টেবিলে মিটিয়ে নিচ্ছেন। ঠিক সেরকমই কামোর বিষয়টা নির্ভর করছে।
তারফলে কামোর কাছে চলতি কলকাতা লিগটা অ্যাসিড টেস্ট। যার ওপর নির্ভর করছে তাঁর আই লিগে ইস্টবেঙ্গলে খেলার ভাগ্য। কামোকে নেওয়ার কথা খালিদের সঙ্গে আলোচনা করে নিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। আল আমনার পাশাপাশি কামো–ও খালিদের খুব পছন্দের। সবকিছু ঠিকঠাক থাকলে আই লিগে কামো লাল–হলুদ জার্সিতে খেললে অবাক হওয়ার কিছু নেই।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন :

মেহতাব কী আবার ইস্টবেঙ্গলে ফিরতে চাইছেন

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *