নিজস্ব প্রতিনিধি :
লালহলুদের মিডফিল্ড জেনারেল গত মরশুমে জানিয়েছিলেন, এবার আই লিগ না পেলে আর ইস্টবেঙ্গলে খেলবেন না। কিন্তু কোথায় খেলবেন খোলসা করে বলেননি তখন। পরে জানা গেল তিনি আইএসএল খেলতে আগ্রহী। সেই মোতবেক তিনি গেলেন তাঁর পুরনো আইএসএল দলে। সেখানে ঠিকমতো দর পেলেন না। তিনি নিলামে উঠলেন। গেলেন টাটাতে। এবারে তারা আইএসএলে নতুন দল। সেখানে এসে তাঁর সুখ-দু:খের ক্লাব ইস্টবেঙ্গনের জন্য মনখারাপ লাগছে। এ মরশুমে আর হচ্ছে না। সামনের মরশুমেই আবার লালহলুদ জার্সি পরতে চাইছেন। সমর্থকেরাও কানাঘুষোয়য় এই সংবাদ শুনে স্বভাবতই খুশি। খুশি লালহলুদ কর্তারাও।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :
বাগানের কামোকে প্রস্তাব নতুন দলের, দেখে নিন কোন্ দল, চমকে উঠবেন (Exclusive)