নিজস্ব সংবাদদাতা :
আজও কি ক্রিকেটের নন্দনকাননের পাশ দিয়ে হেঁটে গেলে বছর সাঁইত্রিশ আগের ঘটনার কান্নার শব্দ শোনা যায়? তা জানা নেই।
কেন……?
১৬ আগস্ট। বাংলার ক্রীড়াপ্রেমী মানু্ষের কাছে একটি অভিশপ্ত দিন। কালো দিন। ১৯৮০ সালের ১৬ আগস্টের সেই ঘটনা আজও মনে পড়লে বুকের ভিতরটা মোচর দিয়ে ওঠে। সেদিনের ঘটনার যাঁরা সাক্ষী ছিলেন, আজও ভুলতে পারেননি সেই দিনটা। ’৮০ সালের ১৬ আগস্ট। ইডেন গার্ডেন্সে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল বড় ম্যাচ দেখতে এসে প্রাণ হারিয়েছিলেন ১৬ জন ফুটবল প্রেমী। বড় ম্যাচ মানেই উত্তেজনা। কিন্তু সেদিনের উত্তেজনা কেড়ে নিয়েছিল ১৬টি তাজা প্রাণ। বাংলার ক্রীড়াপ্রেমাী মানুষ ‘ভুলিবে কেমনে…….’
তারপর থেকে প্রতিবছরই এই বিেশষ দিনটাতে পালিত হয় ফুটবলপ্রেমী দিবস। বুধবার সারাদিন ধরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ১৬জন ফুটবলপ্রেমীকে ফুলে–মালায় স্মরণ করা হল। আয়োজন করা হয়েছে রক্তদান শিবির। রক্তদাতারা পাচ্ছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জির সই করা সার্টিফিকেট।
বড় ম্যাচ হোক। ঘটি–বাঙালের রেষারেষি থাকুক। উত্তেজনা থাকুক। কিন্তু না, ওই অভিশপ্ত দিনটা যেন আর ফিরে না আসে। আমাদের ওয়েবসাইটের তরফে প্রাণ হারানো ১৬ জনকে স্মরণ করলাম আমরা। আজকের বিশেষ দিনে।