ওয়েব ডেস্ক
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি রাকেশ তিওয়ারি। আগামী ২০ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি রয়েছেন নিশীথা মাত্রে। আগামী ১৯ সেপ্টেম্বর অবসর নেবেন তিনি।
প্রসঙ্গত, ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন রাকেশ তিওয়ারি। ২০১৬-এর ২০ মার্চ পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টের দায়িত্ব সামলান তিনি। এরপর ২১ মার্চ কলকাতা হাইকোর্টে বদলি হন। এক বছরেরও বেশি সময় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন রাকেশ তিওয়ারি। আর এবারে কলকাতা হাইকোর্টের দায়িত্ব সামলাবেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan