ওয়েব ডেস্ক
প্রয়াত অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার প্রধান মামলাকারী মহন্ত ভাস্কর দাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বেশ কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরেই তাঁকে ফৈজাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
১৯৫৯ সালে অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা দাখিল করা হয়। প্রধান মামলাকারীর মধ্যে ছিলেন মহন্ত ভাস্কর দাসও। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। কিন্তু রাম মন্দির নিয়ে কোনও চূড়ান্ত রায় এখনও দেয় নি দেশের শীর্ষ আদালত। তবুও, অযোধ্যায় রাম মন্দিরের দাবি নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে গেলেন মহন্ত ভাস্কর দাস।
বিধানসভা নির্বাচনের আগে যোগী আদিত্যনাথ অযোধ্যায় রামমন্দিরের তৈরি করার প্রতিশ্রুতি দেন। এরপরেই সরকারের বসেন যোগী। যার ফলে অযোধ্যার মানুষ সেখানে রাম মন্দির গড়ে তোলার আশা নতুন করে দেখতে থাকে। রাম মন্দির তৈরির আশা দেখেন মহন্ত ভাস্কর দাসও। কিন্তু রাম মন্দির তৈরি হবে কি না সে বিষয়ে সন্দিহান দেশের মানুষ। তবে, রামজন্মভূমি মামলার আর শেষ দেখা হল না রাম জন্মভূমি ও বাবরি মসজিদ মামলার প্রধান মামলাকারীর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan