ওয়েব ডেস্ক:
ইস্টবেঙ্গলের লক্ষ্য এমটোঙ্গা। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএল খেলে গেছেন আফ্রিকান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লালহলুদ এমনই একজন ফুটবলার খুঁজছিল। ৩৩ বছর বয়সি আফ্রিকান মিডফিল্ডারের বহু অভিজ্ঞতাসম্পন্ন। তিনি নেইমারের বিরুদ্ধেও নাকি খেলেছেন। আফ্রিকান নেশনস কাপ-সহ একাধিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে দেশের হয়ে। এমটোঙ্গাকে পেয়ে গেলে লালহলুদ আরও বেশি চাঙ্গা হয়ে উঠবে বলে ধারণা কর্তাদের।