দেবক বন্দ্যোপাধ্যায় :
মুকুল রায় দল থেকে এখনই ইস্তফা দিচ্ছেন বলে একটি বিভ্রান্তি ছড়িয়েছে। এমনকী খান্নার নিকট তিনি একটি অফিসও করেছেন বলে কেউ বা কারা গুজব ছড়াচ্ছেন। বাস্তবিক খন্নায় মুকুল রায়ের শ্যালক সৃজন রায়ের একটি দফতর অনেকদিন ধরেই আছে। সেখানে সাধারণত রাজনীতির কোনও কাজ কর্ম হয় না। বৃহস্পতিবার সৃজনের ওই অফিসেই কয়েকজন তৃণমূলকর্মী সৃজনের সঙ্গে দেখা করতে আসেন। তাঁদের মধ্যে কারও কারও নিয়মিত তৃণমূলভবনেও যাতায়াত আছে। সেখান থেকেই খবর রটে যায় যে, মুকুল রায়ের নতুন অফিস তৈরি হয়েছে। বাস্তবিক সৃজনের ওই অফিসটির বয়স বেশ কয়েকবছর। চ্যানেল হিন্দুস্তানকে সৃজন জানিয়েছেন, “এই খবর সম্পূর্ন ভিত্তিহীন। মুকুল রায়ের দল ছাড়া বা নতুন দলের অফিস করার কোনও ঘটনাই ঘটেনি।”
খবরের ভেতরেও থাকে খবর। সেই খবর সহজে পেতে ডাউনলোড করুন channelhindustan – এর ফ্রি অ্যাপ নিচের লিঙ্কে ক্লিক করে।
https://play.google.com/store/apps/details?id=mk.droid.channelhindustan
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
Exclusive – ইডি তারিখ দিলেই যাব, আমার নামে অপপ্রচার হচ্ছে : সুব্রত