Breaking News
Home / TRENDING / নিম্নচাপের জোড়া ফলা স্বস্তি দেবে, কিন্তু কলকাতা পুরসভা দেবে তো

নিম্নচাপের জোড়া ফলা স্বস্তি দেবে, কিন্তু কলকাতা পুরসভা দেবে তো

মধুমন্তী  :

বর্ষা রাজ্যে ঢুকলেও গরমে হাঁসফাঁস করছে গোটা শহর। এমন সময় আশার বাণী শোনালেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা।

পশ্চিম অসম থেকে উওর বঙ্গোপাসাগর এবং উওর-পূর্ব রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে দু’টি অক্ষরেখা। যার ফলে তৈরি হতে পারে জোড়া নিম্নচাপ এবং সেইসঙ্গে রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।

বৃষ্টির আশ্বাসে যেমন খুশি সকলেই, অনেকেই আবার চিন্তিতও বটে। কয়েক দিন আগে বৃষ্টির জলছবি দেখেছিল কলকাতা। বহু জায়গায় এককোমর জল ভাঙতে হয়েছিল। পরদিন সেই নোংরা জল জমা ছিল। কলকাতা পুরসভার কর্তারা কী আশ্বাস দিতে পারবেন রাস্তার নোংরা জল আর ভাঙতে হবে না! যদিও কলকাতা পুরসভা বলেছে আমরা তৈরি। এ প্রসঙ্গে পুরসভার মেয়র পারিষদ নিকাশি তারক সিং বললেন, “বৃষ্টি হবে জল জমবে। কিন্তু জল কতক্ষণ জমা থাকে সেটাই দেখার।“

অন্যদিকে আকাশ কিন্তু তৈরি। আগামী দু’একদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাই সবমিলিয়ে প্রবল গরম থেকে রেহাই পাবে শহরবাসী বলছে, হাওয়া অফিস।

 

 

 

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *