মধুমন্তী :
বর্ষা রাজ্যে ঢুকলেও গরমে হাঁসফাঁস করছে গোটা শহর। এমন সময় আশার বাণী শোনালেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা।
পশ্চিম অসম থেকে উওর বঙ্গোপাসাগর এবং উওর-পূর্ব রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে দু’টি অক্ষরেখা। যার ফলে তৈরি হতে পারে জোড়া নিম্নচাপ এবং সেইসঙ্গে রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।
বৃষ্টির আশ্বাসে যেমন খুশি সকলেই, অনেকেই আবার চিন্তিতও বটে। কয়েক দিন আগে বৃষ্টির জলছবি দেখেছিল কলকাতা। বহু জায়গায় এককোমর জল ভাঙতে হয়েছিল। পরদিন সেই নোংরা জল জমা ছিল। কলকাতা পুরসভার কর্তারা কী আশ্বাস দিতে পারবেন রাস্তার নোংরা জল আর ভাঙতে হবে না! যদিও কলকাতা পুরসভা বলেছে আমরা তৈরি। এ প্রসঙ্গে পুরসভার মেয়র পারিষদ নিকাশি তারক সিং বললেন, “বৃষ্টি হবে জল জমবে। কিন্তু জল কতক্ষণ জমা থাকে সেটাই দেখার।“
অন্যদিকে আকাশ কিন্তু তৈরি। আগামী দু’একদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাই সবমিলিয়ে প্রবল গরম থেকে রেহাই পাবে শহরবাসী বলছে, হাওয়া অফিস।