নিজস্ব সংবাদদাতা :
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে ‘গণহত্যার’ ঘটনায় তিন জনের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অমিতাভ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, বিজন রায়, রবিউল হোসেন ও প্রজাপতি দাসের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে ২০০৭ সালের ১৪ মার্চে নন্দীগ্রামে ‘গণহত্যা’র তদন্তে নামে সিবিআই। ২০০৮ সালে প্রথম চার্জশিট পেশ করে সিবিআই ৩৯ জন কে অভিযুক্ত করে। পরে ২০১৩ সালে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে মোট ১২৯ জনকে অভিযুক্ত করে। এত তদন্তের পরে ২০১৭-র ২৭ জুন মাত্র তিন জন পুলিশ অফিসারের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারের অনুমতি চেয়ে আবেদন করেছে সিবিআই। তৃতীয় বার সাপ্লিমেন্টারি চার্জশিটে ওই তিন পুলিশ অফিসার সহ ১২ জনের নাম সংযুক্ত করা হয়। এই তৃতীয় চার্জশিটের ১২ জনের মধ্যে ওই তিন জন আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
এদিন মামলার শুনানিতে তাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও অনিন্দ্য সুন্দর দাস ডিভিশন বেঞ্চে এই মামলার গোটা নথি আদালতে পেশ করে দাবি জানান, ‘তৃতীয় চার্জশিটে সিবিআই মোট যে ১২ জনের নাম দেয় তার মধ্যে তিনজন পুলিশ অফিসার, শেখর রায়, দেবাশিষ বড়াল ও সত্যজিৎ বন্দোপাধ্যায় আগেই নিম্ন আদালতে আগাম জামিন পেয়ে গেছেন। এই তিন জন পুলিশ অফিসারকে পথ নির্দেশ ও তাঁদের সাহায্য করার অভিযোগে সিবিআই এঁদের অভিযুক্ত করেছে। ওই তিন পুলিশ অফিসার যদি জামিন পেয়ে যান তাহলে এরা কেন পাবে না?’ মামলাকারীর আইনজীবীর বক্তব্যে এদিন সরকারি আইনজীবীরা কোনও বিরোধিতা করেন নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan