নিজস্ব সংবাদদাতা :
কোচ বদল নিয়ে এটিকে শিবিরে ঝামেলার হাওয়া বইছে!
টেডি শেরিংহ্যামের জায়গায় হয়তো ফিরতে পারেন আন্তেনিও লোপেজ হাবাস। গত চার ম্যাচে টেডির কোচিং নিয়ে একেবারেই অখুশি কলকাতার কর্তারা। দু’বারের চ্যাম্পিয়ন দলের খেলায় ক্রমশ রাগ বাড়ছিল কলকাতা সমর্থকদের। স্প্যানিশ কোচের এজেন্ট মেল পাঠিয়ে যোগাযোগ করেন এটিকে কর্তাদের সঙ্গে। মেল মারফত এজেন্ট বলেন, হাবাস এখন কোনও দলের সঙ্গে যুক্ত নন। দায়িত্ব নিতে পারেন।
দায়িত্বে থাকাকালীন তঁাকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন, কলকাতার কর্তা, সমর্থকদের মনে রয়েছেন হাবাস। হাবাসের এজেন্ট যোগাযোগ করার সঙ্গে সঙ্গেই টেডির সঙ্গে বৈঠক করেন কর্তারা। সেই আলোচনায়, টেডি কর্তাদের বলে দেন, দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা চোটে আক্রান্ত। এখনই দলের ব্যর্থতার দায়ভার তিমি নিতে নারাজ। তবু, কর্তাদের বোঝানোর পালা চলছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, টেডির সঙ্গে টিডি অ্যাশলে ওয়েস্টউডের বিভিন্ন কারণে মনোমালিন্য হচ্ছে।
পরিস্থিতি যা, তাতে, সামনের দুটো মুম্বই, দিল্লি ম্যাচ টেডির কাছে অ্যাসিড টেস্ট। কোচ বদলের হাওয়া তুলে কর্তারা ইতিমধ্যেই টেডিকে লাল সংকেত দিয়ে রেখেছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan