সঞ্জয় সুর :
স্মৃতির শহর কলকাতার পর্যটন তালিকায় এবার আলিপুর সেন্ট্রাল জেল।
উঁচু পাঁচিল দিয়ে ঘেরা আলিপুরের এই কারাগার শুধুমাত্র দুষ্কৃতিদের ঠিকানা তো নয়! বরং নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ বা বিধান চন্দ্র রায়ের স্মৃতি এই কারাগারের দেওয়ালে দেওয়ালে। এমন স্মৃতি বিজড়িত আলিপুর জেল কুঠুরি এবার হতে চলেছে দ্রষ্টব্য স্থান । ঠিক যেভাবে আন্দামান সেলুলার জেল এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় ঠিক তেমন ভাবেই পর্যটকদের কাছে তুলে ধরা হবে আলিপুর জেল । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিল শহরের নিরাপত্তার কথা ভেবে জেলগুলিকে নিয়ে যাওয়া হবে শহরের বাইরে । সেই মোতাবেক আলিপুর জেল স্থানান্তরকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বছর এপ্রিল মাসের মধ্যে নতুন জেল নির্মানের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছেন নবান্নের কর্তারা। ম্যাকিনটস বার্নের প্রযুক্তিগত সহায়তায় পুলিশ হাউসিং কর্পোরেশন এই জেল তৈরি করছে ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan