ওয়েব ডেস্ক:
নগ্ন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। অগস্ট মাসের ‘ভ্যানিট ফেয়ার’ পত্রিকার প্রচ্ছদকাহিনিতে দেখা যাবে গর্ভবতী নগ্ন সেরেনাকে বেবি বাম্প নিয়ে। অস্ট্রেলিয়ান ওপেন জেতার সময়ই তিনি গর্ভবতী ছিলেন বলে জানিয়েছিলেন। গত এপ্রিলেই আলেক্সিস অলহানিয়েন-এর সঙ্গে তাঁর সম্পর্কের কথা এবং গর্ভবতী হওয়ার কথা জানিয়েছিলেন সেরেনা। জানা গেছে, গর্ভাবস্থায় সেরেনার বেবি বাম্প নিয়ে এমন ফোটোশুট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিনোদন এবং টেনিস কোর্টে।
ছবি সৌজন্য – ভ্যানিটিফেয়ার
লাইক, শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন