দেবক বন্দ্যোপাধ্যায় :
আজ কালের মধ্যেই উলুবেড়িয়া কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেবে বলে খবর। এখনও পর্যন্ত সম্ভাব্য যে সব নাম নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে গায়ক অভিজিতের নাম রয়েছে সবার আগে। বৃহস্পতিবার কৈলাস-মুকুলের নিশি অভিযান এক প্রকার সফল হয়েছে বলেই বিজেপির শীর্ষ সুত্রের খবর। বৃহস্পতিবার রাতে মুকুল-কৈলাস জুটি মুম্বাই উড়ে যান। গভীর রাতে দেখা করেন অভিজিত ভট্টাচার্যের সঙ্গে। ঘন্টা দুই অভিজিতের বাড়ি সময় কাটিয়ে শুক্রবার ভোরের বিমানেই মুকুল কলকাতায় পৌঁছন।
অভিষেকের দিক থেকে প্রাথমিক ভাবে ‘হ্যাঁ’ হলেও এখনও কিছু বিষয় আছে যার ফলে অভিষেকের নামে এখনই চুড়ান্ত সীলমোহর বসাতে চাইছে না বিজেপি নেতৃত্ব।
যদিও দিল্লি বিজেপি সুত্রের খবর আজ কালের মধ্যেই উলুবেড়িয়ার প্রার্থী ঘোষণা করবে দল। দৌড়ে অবশ্যই এগিয়ে অভিজিৎ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan