নীল বণিক :
তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কথাতেও মন গলেনি মঞ্জু বসুর। নোয়াপাড়া বিধানসভায় দলের টিকিট না পাওয়া তো বটেই আরও বিবিধ অপমানে মঞ্জু এখন বিদ্রোহী। বৃহস্পতিবার চ্যানেল হিন্দুস্তানে কৈলাস ও মুকুলের সঙ্গে তাঁর বৈঠকের ছবি প্রকাশ হবে যেতেই হইচই পড়ে যায় শাসক মহলে। তাঁর মান ভাঙাতে অাগেই অাসরে নেমে ছিলন পাণিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ। তিনি ব্যর্থ হতেই ময়দানে নামেন সুব্রত বক্সি। তিনি মঞ্জুকে ফোন করেন বলে তৃণমূল সুত্রে খবর।
তবে বক্সীর ফোনেও বরফ গলেনি। নোয়াপাড়া জুড়ে প্রাক্তন বিধায়কের অনুগামীরা বলতে শুরু করেছেন, ‘সুব্রত বক্সিও বরফ গলাতে পারেননি! তাই এখন মনে হচ্ছে দিদির বিজেপিতে যাওয়া সময়ের অপেক্ষা।’ যদিও এই বিষয়ে মঞ্জু বসু বা সুব্রত বক্সী কারও সঙ্গেই এদিন যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁদের ফোনে পাওয়া যায়নি। এসএমএস করেও জবাব মেলেনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan