নীল বণিক
জেলায় নতুন মুখের সন্ধানে জনসংযোগ যাত্রায় মুকুল রায়। শুক্রবার বীরভূম থেকে তিনি জনসংযোগ যাত্রা শুরু করছেন। শনিবার বোলপুরে একটি সভা করার কথা ছিল তাঁর। তাও অাবার বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের গড়ে। যদিও অনুব্রতর খাস তালুকে সভা করার অনুমতি দেয়নি রাজ্যের পুলিশ। জেলা প্রশাসনের বাধাতে মুকুল রায় দমবার পাত্র নন। বরং কৌশল বদল করে নিজের জনসংযোগ দিব্যি চালিয়ে যাবেন তিনি। বড়দিনের আগের দিন বীরভূম জুড়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজো দেবেন মুকুল রায়। বক্রেশ্বর মন্দিরেও শিবের মাথায় জল ঢালবেন।পূজো শেষ করে মন্দিরে অাগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি। এমনকি জেলা জুড়ে বেশ কয়েকটি গীর্জাতে যাবেন মুকুল রায়। সেখানে একই কায়দায় জনসংযোগ সারবেন তিনি। বীরভূম থেকে বাঁকুড়া হয়ে যাবেন পুরুলিয়া। পুরুলিয়া ও বাঁকুড়ার জঙ্গল মহলের প্রত্যন্ত গ্রাম গুলির বুথে বুথে ঘুরবেন মুকুল রায়। বাঁকুড়া জেলাতে মোট দুটি সভা করার কথা রয়েছে তাঁর। সেখানে দু’টি সভাতেই নিচু তলার কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেবেন তিনি। পুরুলিয়া জেলাতে দলের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে একটি সেমিনার অায়োজন করেছে জেলা বিজেপি নেতৃত্ব। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর অামলে নেওয়া সামাজিক প্রকল্প গুলি নিয়ে অালোচনা করবেন মুকুল রায়। তাঁর পাশাপাশি বর্তমান সরকারের অামলে সামাজিক প্রকল্পগুলি মানুষের মধ্যে তুলে ধরবেন তিনি। জঙ্গলমহল ঘুরে কলকাতায় ফিরবেন। কলকাতায় একদিনের বিশ্রামের পর মুকুল যাবেন জলপাইগুড়ি। ১৫ দিন ব্যাপি জনসংযোগ যাত্রা শেষ করে এরপর তিনি আবার কলকাতায় ফিরবেন। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই নতুন বছরের শুরুতেই মুকুল রায়ের পাখির চোখ শাসক দলের সংগঠনে ফাটল ধরানো। সেই লক্ষ্যে জনসংযোগ যাত্রা মুকুলের।
মুকুল রায়ের কথায়, “আমার জনসংযোগ যাত্রার প্রথম পর্ব শুরু করছি। এরপর আরও পর্ব হবে।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan