নেহা চক্রবর্তী:
সাগর পারের ডাক পেলেন মুকুল রায়। এই মাসের ১৭ তারিখে তিনি লন্ডনে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন। বিষয় হল বাণিজ্য। ভারতে বাণিজ্যিক সুযোগ, এই বিষয়ে বলতে হবে তাঁকে।
একটি আন্তর্জাতিক বাণিজ্য মিট-এ বিশেষ অতিথি হিসেবে থাকার আমন্ত্রণ পেয়েছেন তিনি। ইন্দো ইয়োরোপিয়ান বিজনেস ফোরাম, ইংল্যান্ডে আয়োজন করেছে “ইনভেস্ট ইন নিউ ইন্ডিয়া’ নামে একটি বিজ্নেস মিট। লন্ডনের হাউস অফ লর্ডস, ওয়েস্টমিনস্টার-এ অনুষ্ঠিত হবে এই সভা। ২০০৭ সালে গঠন হওয়া বেসরকারি এই সংস্থাটি মূলত ভারত এবং ইয়োরপিয়ান দেশগুলিতে ব্যাবসায়িক বিনিয়োগের কাজ করে। এই বিজ্নেস মিটের মধ্যে দিয়ে ভারতবর্ষ এবং ইয়োরোপের মধ্যে একটি ভাল বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে বলে সংস্থাটি আশাবাদী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan