দেবক বন্দ্যোপাধ্যায় :
কুণালের বাড়িতে মুকুল। হঠাৎ করে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সাংসদ কুণাল ঘোষের বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা মুকুল রায়। রাজনৈতিক মহলের একাংশ মনে করে মুকুলের বিজেপিতে যাওয়া কিছুটা ত্বরান্বিত করেছিলেন কুণাল। তাঁর পাড়ার দুর্গা পুজোতে গিয়েই সাংবাদিকদের সামনে পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম ‘বাচ্চা ছেলে’ বলে অভিহিত করেন মুকুল।(যা পরে বেশ কয়েকদিন রাজনীতির চর্চায় ছিল) তারপরেই তৃণমূল উঠেপড়ে লাগে তাঁকে সাসপেন্ড করার জন্য। যদিও তাঁদের সেই উদ্যোগে জল ঢেলে আগেই দল ছাড়ার কথা ঘোষণা করে দেন মুকুল। সে যাই হোক, বুধবার সন্ধেবেলা নিজাম প্যালেস থেকে কাঁচড়াপাড়ার জন্য বেরিয়ে হঠাৎ কুণালের বাড়ির দিকে রওনা দেন মুকুল। মুকুলের দল ছাড়ার পরে বা বলা ভাল দিল্লির সাংবাদিক বৈঠকের পরে কুণাল কিছুটা বেড়ে খেলার ভঙ্গিমায় মুকুলের সমালোচনা করতে শুরু করেন। এমনকি মুকুল যে শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপিতে যাচ্ছেন, এমন কথাও বলেন কুণাল। ঘোষণা করেন কারও বিজেপি যাওয়ার ইচ্ছে হলে যান কিন্তু মুকুলের হাত ধরে যাবেন না।
স্বাভাবিকভাবেই এত কিছুর পর এদিনের মুকুল-কুণাল বৈঠক রাজনৈতিক মহলের আগ্রহের কারণ হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/11/exclusive-dengu-copy/