মধুমন্তী :
সুব্রত মুখোপাধ্যায়কে এখনও কোনও তারিখ দেয়নি ইডি। অন্যদিকে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে অপপ্রচার চলছে বলে চ্যানেল হিন্দুস্তানকে জানালেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি এও জানান, ইডি যে-দিনই ডাকবে আমি যাব। আমার কোনও সমস্যা নেই।
ইডির বার বার তলব করা সত্ত্বেও দেখা করছেন না সুব্রত মুখোপাধ্যায়। সে প্রসঙ্গে আইনজীবীদের একাংশের মতে ইডি এবং মন্ত্রীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া চলছে। তবে এ বিষয়ে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে, কোনও মন্তব্যই করতে চাননি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
খবরের ভেতরেও থাকে খবর। সেই খবর সহজে পেতে ডাউনলোড করুন channelhindustan – এর ফ্রি অ্যাপ নিচের লিঙ্কে ক্লিক করে।
https://play.google.com/store/apps/details?id=mk.droid.channelhindustan
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
ইডি আর মন্ত্রিদের মধ্যে বোঝাপড়ার গন্ধ পাচ্ছেন আইনজীবীদের একাংশ