Home / TRENDING / দলে মুকুলের বিকল্প নেই, কোর কমিটির আগে বলছে মমতার ঘনিষ্ঠ মহলও

দলে মুকুলের বিকল্প নেই, কোর কমিটির আগে বলছে মমতার ঘনিষ্ঠ মহলও

দেবক বন্দ্যোপাধ্যায়
সুখেন্দু বিশ্বাস :

মুকুল রায় চলে যাওয়ার পর বুধবার তৃণমূলের প্রথম কোর কমিটির বৈঠক। নামে কোর কমিটি হলেও আয়তনে কার্যত এক্সটেন্ডেড কোর কমিটির চেয়েও বৃহৎ প্রায় কর্মীসভার সাইজ! সাংসদ-বিধায়ক থেকে শুরু করে, পুরপ্রধান, পঞ্চায়েত সভাপতি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পর্যন্ত সকল পদাধিকারীরা।
বক্তা? এখনও পর্যন্ত যা জানা গেছে, বক্তা একজনই, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী প্রাপম্ভিক ভাষনে দু’চার কথা বললেও আর কারও বক্তাতালিকায় নাম নেই বলেই এখনও পর্যন্ত খবর।
৩৫০০ লোকের সমাবেশ। সম্ভবত এই সমাবেশকে দেখেই দলনেত্রী আঁচ করতে চাইবেন গোটা রাজ্যে দলের মুকুল পরবর্তী সংগঠনের মনোভাব। তবে মুকুল নিয়ে একটি শব্দও এদিন খরচ করা হবে না বলে ঠিক হয়েছে। তাবলে কী মুকুল থাকবেন না! ভাষনে না থাকুন উপস্থিত সমাবেশের আলোচনাতেও থাকবেন না! না থাকতেও পারেন। যদি নেতৃত্বের কানে চলে যায় মুকুলের নাম? যদি নেতৃত্ব খোঁজ করে কার মুখ থেকে প্রথম মুকুলের নাম বেরিয়েছে! এ অনেকটা বাহুবলী সিনেমার মত। যেন ভাল্লা জানতে চাইবে কে প্রথম বাহুবলীর নাম মুখ এনেছে! তাবলে কী গুঞ্জনেও থাকবেন না! নিদেনপক্ষে ফিসফিসানিতে!
তৃণমূলের আভ্যন্তরীণ ম্যানেজাররা, যাঁরা দীর্ঘদিন নেতৃত্বের একেবারে সামনের সারিতে না এলেও, ভিতর থেকে দলটা পরিচালনা করে যাচ্ছেন সুক্ষভাবে, তাঁরা ব্যক্তিগত আলোচনায় স্বীকার করছেন, মুকুলের বিকল্প দলে নেই। যাঁরা মমতা ও মুকুল উভয়ের সঙ্গেই অত্যন্ত নিবিড়ভাবে যোগাযোগ রেখে এতদিন বাবুই পাখির সুক্ষতা ও দক্ষতা দিয়ে তৃণমূলের সাধের সংসারটি বুনেছেন, তাঁরা জানেন মুকুল দলের কী এবং কতটা। তাঁরা বলছেন, মুকুলের ওপরেই তো এতদিন সব বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে, ওর ওপর নির্ভর করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কী দলে মুকুলের অভাববোধ করছেন? মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ এক নেতার মন্তব্য, করারই তো কথা। কারণ নেত্রী সবচেয়ে বেশি মুকুলকেই ভরসা করতেন। মুকুলের বিকল্প তাহলে কে? মমতার বিশ্বাসভাজন, ঘনিষ্ঠ এই নেতার মন্তব্য, নেই। কেউ নেই। তবে তৈরি করতে হবে।
প্রশ্ন হল তৈরি করবে কে? নাকি কুমারটুলিতে কিংবা কারখানায় মুকুল রায় তৈরি করা যায়!
ল্যাপটপ, কম্পিউটার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটালি সংগঠনকে ধরতে চাইছেন হাতের তালুতে। সাধু উদ্যোগ, বলছেন অনেকেই। তবে যুব সংগঠন থেকে তুলে এনে তাঁকে এখনই মাদার পার্টির কোনও বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নেই মমতার। তিনি হয়তো এখন নিজেকে তৈরি করবেন। মমতার বৃত্তের এক নেতার কথায়, রাহুলও তো অনেক সময় নিলেন বা তাঁকে সময় দেওয়া হল কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতার শীর্ষে পৌঁছনর জন্য। অভিষেককেও তেমনই সময় দেওয়া হবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *