দেবক বন্দ্যোপাধ্যায় :
বিজেপি নয়, নতুন দল নিয়েই নতুন ইনিংস শুরু করছেন মুকুল রায়। পিতৃপক্ষের শেষ দিনে যেদিন মুকুল রায় পিতৃপুরুষের তর্পন করছেন সেই দিনেই জন্ম নিয়েছে তাঁর নতুন দল জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস পার্টি বা ন্যাশানালিষ্ট তৃণমূল কংগ্রেস পার্টি, সংক্ষেপে এনটিসিপি।
মুকুলের শ্যালক সৃজন রায়, তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক ফরিদ খান এবং মুকুল ঘনিষ্ঠ নেতা কাসেম আলি ও পীযুষ দাশগুপ্তের উপস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের খাতায় নথিভুক্ত হয়েছে এনটিসিপি-র নাম। দলের সভাপতি হিসেবে আপাতত রয়েছে সৃজন রায়ের নাম। প্রত্যাশিত ভাবেই মুকুল ঘনিষ্ঠরা এই বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন। তবে নির্বাচন কমিশন সুত্রের খবর, দলের নতুন সিম্বল হয়েছে জোড়া পাতা।
পুজোর পর অক্টোবরের ৮ তারিখে জোড়া ফুলের মায়া ত্যাগ করে, জোড়া পাতায় ভর করে নিজের নতুন উড়ান শুরু করবেন মুকুল রায়। যতদুর জানা যাচ্ছে ইতিমধ্যেই এনটিসিপিতে নাম লেখাবার লাইন লম্বা। তৃণমূলের জন্য যাঁরা নিজেদের জীবন -জীবিকা উৎসর্গ করেও আজ অবধি সম্মান পাননি, স্বীকৃতি পাননি, এমন বহু কর্মী যেমন প্রস্তুত হয়েছেন মুকুলের দলে নাম লেখাতে আবার বেশ কয়েকটি বড় নামও ইতিমধ্যেই শোনা যাচ্ছে যাঁরা তৃণমূলে ‘অসম্মানিত’।
কংগ্রেসের একটি অংশ ভেঙ্গে বেরিয়ে এই নতুন দলে যোগ দেবে বলে খবর। কংগ্রেসে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করাটা এখন প্রহসনে পরিণত হয়েছে বলে কংগ্রেসের যে অংশটি মনে করছে, তারাই এবার বেরিয়ে এসে যোগ দেবে এনটিসিপিতে। বামেদের একটি বড় অংশের ক্ষেত্রেও একই কথা শোনা যাচ্ছে।
বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়ে এনডিএ-র শরিক হয়েই থাকবে এনটিপিসি।
দলে ফরিদ ও কাসেমের মত সংখ্যালঘু মুখকে যেমন সামনে রাখবেন মুকুল আবার সুজিত শ্যামের মত তাঁর ছায়াসঙ্গীও নতুন দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন।
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এতদিনের সম্পর্ক শেষ হয়ে গেল?
মুকুলের দলে নাম লেখাবেন এমন এক রসিক নেতার মন্তব্য, ” গান্ধারী চোখে কাপড় বেঁধে রয়েছেন। দুর্যোধন যখন তখন অপমান করছে ভীষ্ম, বিদুর আর দ্রোণাচার্যের মত প্রবীনদের। এই সময় কৃত্তিবাসের সাবধানবাণী মেনে চলাই ভাল!”
কি সেই সাবধানবাণী?
ওই রসিক নেতার উত্তর, “যে দেশে শকুণি মন্ত্রী, রাজা দুর্যোধন, তথায় বসত নাহি করে সাধুজন।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan