নীল বণিক :
বিসর্জন ইস্যুতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, এবার কার্যত বিজেপির পাশে দাঁড়ালেন অধীর চৌধুরী।
বিসর্জন নিয়ে রাজ্য সরকার ,আদালতের কাছে ভর্ৎসিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বলেন,”মহরমের তাজিয়া আর দুর্গা প্রতিমা নিরঞ্জন একসঙ্গে করে রাজ্যের মানুষ দিদির কৃত্রিম আশঙ্কা ভুল প্রমাণ করবে।” তাঁর বক্তব্যের দুটি শব্দ রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি করেছে। অধীর বলেছেন, ‘কৃত্রিম আশঙ্কা’। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, সরাসরি না বললেও, সেখানে তিনি ভিলেন ঠাওরেছেন বিজেপি ও আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের মত সংগঠনগুলিকে। বিসর্জন নিয়ন্ত্রিত করা বা বিলম্বিত করার বিরুদ্ধে যে প্রতিবাদ দানা বেঁধেছে, সেখানেও তিনি ষড়যন্ত্র দেখেছেন। সরকার ঘনিষ্ঠ বিভিন্ন মহল থেকে এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হয়েছে যে বিজেপি ও হিন্দু সংহঠনগুলি রাজ্যে গোলমাল পাকাবার চেষ্টা করছে।
এইরকম যখন পরিস্থিতি তখন মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে কৃত্রিম বলে কার্যত বিজেপির পাশেই দাঁড়ালেন বলে মনে করছে রাজনৈতিক মহল। অধীর আরও বলেছেন, ” হিন্দু আর মুসলিম, আমরা একসঙ্গে বাঁচব হাসি আর আনন্দ নিয়ে।” বিসর্জন বিতর্ক চলাকালীনও সঙ্ঘের জিষ্ণু বসু বা বিজেপির দিলীপ ঘোষরা প্রায় একই কথা বলছিলেন। একসঙ্গে বিসর্জন ও তাজিয়ার কথা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan