নিজস্ব সংবাদদাতা
প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ল এবার ইস্টবেঙ্গল সমর্থক মহলে। তাদের প্রিয় টিম আই লিগের খেতাবি দৌড়ে। পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, পয়েন্ট নষ্ট করলেই লিগ জলে যাবে। তাই, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল জনতা। বিষয়টা ফেডারেশনের নজরে আনতে চাইছে তারা। ইস্টবেঙ্গল কর্মকর্তারা আগেই চিঠি দিয়েছিলেন। এবার
রেফারিং নিয়ে আসরে নামলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তারা আইএফএ–র দ্বারস্থ হলেন। বৃহস্পতিবার বিকেলে আইএফএ সচিব উৎপল গাঙ্গুলির কাছে প্রতিবাদপত্র জমা দিলেন সমর্থকরা। পরের ম্যাচগুলোতে বিদেশি রেফারির দাবি জানিয়ে। উৎপলের আশ্বাস, চিঠি ফেডারেশনে ফরোয়ার্ড করে দেবেন।