নীল বণিক :
পঞ্চায়েত ভোটে মুকুল রায়কে প্রচার কমিটির চেয়ারম্যান করতে চান দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ইতিমধ্যে তাঁর এই মনোভাব দলের এই রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সুরেশ পূজারিকে জানিয়েছেন তিনি। মুকুল রায়ের নেতৃত্বে বছরের শুরুতেই পঞ্চায়েত ভোটের জন্য রাজ্য-বিজেপিকে পথে নামার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। মুকুল রায়কে দিল্লির নির্দেশ, লোকসভার অাসনভিত্তিক নির্দিষ্ট পরিকল্পনা করে প্রচার অভিযান কর্মসূচি নিতে। সূত্রের খবর, ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২২টি লোকসভা কেন্দ্রে প্রচারে গুরুত্ব দিতে চান মুকুল রায়। তার জন্য তিনি নিজে প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রচারে বিজেপি নেতাদের পাশাপাশি দলছুট তৃণমূল নেতাদের গুরুত্ব দেবেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan