নিজস্ব সংবাদদাতা :
গলা ছেড়ে স্প্যানিশ গান গাইছেন। গানের সুরে সুরে মাঝেমধ্যে নাচের ভঙ্গিতে দুলেও উঠছেন।
ফুটবল মাঠে যেভাবে ঝড় তুলতেন, এ দিন সন্ধেয় নিউটাউনের স্পোর্টস ফ্যানাটিক মিউজিয়ামের মঞ্চে মাতিয়ে দিলেন দিয়েগো মারাদোনা। প্রায় আধঘন্টার অনুষ্ঠানে একাই কঁাপিয়ে দিলেন ফুটবলের রাজপুত্র। এ এক অন্য মারাদোনা। যে মারাদোনাকে শহর আগে দেখেনি। কীরকম গান গাইলেন মারাদোনা, তা নিচে ভিডিওতে দেওয়া রইল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan